মোক্তার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:০৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

ভাই ব্রাদারস আয়োজিত মোক্তার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ১৭ সেপ্টেম্বর শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ সদর থানাধীন সাবেক সৈয়দপুর হাজী সামছুর নাহার স্কুল মাঠে এ খেলার উদ্বোধন অনুষ্ঠিত। খেলার উদ্বোধন করেন মোক্তার স্মৃতি সংসদের সভাপতি মিলন হোসেন শ্যামল।
গোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈকত হোসেনের সঞ্চালনায় সুইটস ৯৬ বনাম ওয়াশিংটন ৯৪ এর মধ্যকার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় ওয়াশিংটন ৯৪ কে ২-০ গোলে হারিয়েছে সুইটস ৯৬।