বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন
বন্দর করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:৪৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৫নং ওয়ার্ড বন্দরের চৌরাপাড়া বিআইডব্লিউটিসি’র মাঠে এ কর্মসূচি পালন করেন চৌরাপাড়া এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, শীতলক্ষ্যা নদী বিধৌত চৌরাপাড়া এলাকাটি মনোরম প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত একটি জনবহুল এলাকা। এই এলাকার ছেলেরা ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলায় জাতীয় পর্যায়ে অবদান রাখছে। কিন্তু খেলাধুলা চর্চার জন্য এখানে কোন মাঠ নেই।
যুব সমাজ ও মানুষ বাঁচাতে খেলার মাঠ এবং মনোরম প্রকৃতি রক্ষার দাবি জানান বক্তারা। শিক্ষাবিদ ও সমাজ সেবক শহীদুল্লাহ মাস্টার, অ্যাডভোকেট আল আমিন, এসএম হুমায়ুন কবিরসহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।