টিটুকে কাউন্সিলর মতির শুভেচ্ছা

সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১১:১৩ পিএম, ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

টিটুকে কাউন্সিলর মতির শুভেচ্ছা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের মধ্যে নব-নির্বাচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঢাকা বিভাগের পরিচালক তানভীর আহমেদ টিটুকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি মতিউর রহমান মতি।

বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার পর এক বিবৃতিতে তাকে এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে মতি বলেন, নবনির্বাচিত পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (ঢাকা বিভাগ) তানভীর আহমেদ টিটুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি ক্রীড়া অঙ্গনে নারায়ণগঞ্জে সাফল্যের পর এবার বিসিবিতে কাজ করার দায়িত্ব পেয়েছেন। আশা করি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও সাফল্য অর্জনের ধারাবাহিকতা ধরে রাখবেন।

প্রসঙ্গত, বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন নারায়ণগঞ্জ ক্লাবের প্রেসিডেন্ট তানভীর আহমেদ টিটু।


বিভাগ : খেলাধুলা


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও