তানভীর আহ‌মেদ টিটু‌‌কে শু‌ভেচ্ছা রানার

সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:৪১ পিএম, ৮ অক্টোবর ২০২১ শুক্রবার

তানভীর আহ‌মেদ টিটু‌‌কে শু‌ভেচ্ছা রানার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হওয়ায় তানভীর আহ‌মেদ টিটু‌কে অ‌ভিনন্দন ও শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন শীতলক্ষ‌্যা ক্রিকেট ক্লা‌বের সহ সভাপ‌তি এস এম রানা।

শুক্রবার (৮ অক্টোবর) সন্ধায় তানভীর আহ‌মেদ টিটু‌কে এই শু‌ভেচ্ছা ও অ‌ভিনন্দন জানান তি‌নি।

এস এম রানা ব‌লেন, পরাজয়ে ডরে না বীর। বিসিবির গেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন টিটু ভাই। হারলেও ক্রীড়াঙ্গনের জন্য তার ভালোবাসা কমেনি একটুও। বিগত এক দশক ধরে সরাসরি ক্রীড়াঙ্গনের সা‌থে জড়িত তি‌নি। নিঃস্বার্থভাবে কাজ করে যা‌চ্ছেন নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনের জন্য। দায়িত্ব পালন করছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে। ক্রিকেটের জন্য নির্মাণ করেছেন একটি স্টেডিয়ামও, প্রমাণ দিয়েছেন নি‌জের সাংগঠনিক দক্ষতার। যার ফলশ্রু‌তি‌তে এবার বি‌সি‌বির নির্বাচ‌নে ঠিকই প‌রিচালক প‌দে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন তি‌নি।

রানা আ‌রো ব‌লেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে তানভীর আহ‌মেদ টিটু ভাই সহ জয়ী সব প্রার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা। ইনশাআল্লাহ তানভীর আহমেদ টিটুদের হাত ধরেই বাংলাদে‌শ ক্রিকেট আরও এগিয়ে যাবে। তার মতো যোগ্য ক্রীড়া সংগঠক বাংলাদেশ ক্রিকেটে প্রয়োজন বলেই মনে করি। পাশাপাশি নারায়ণগঞ্জের খেলোয়াড়রা জাতীয় ক্রিকেট অঙ্গণে বিশেষ ভূমিকা পালন করবে। শুভকামনা রইলো তানভীর আহমেদ টিটু ভাই ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডর প্রতি।


বিভাগ : খেলাধুলা


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও