নারায়ণগঞ্জে শুরু হচ্ছে দাবা লীগ
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:৪৮ পিএম, ১০ অক্টোবর ২০২১ রবিবার

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় ১ম বিভাগ দাবা লীগ শুরু হতে যাচ্ছে। এজন্য একটি উপ কমিটি গঠন করা হয়েছে। ১০ অক্টোবর রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় সভায় এ কমিটি গঠন করা হয়।
এ কমিটির প্রধান করা হয় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাাফিজুর রহমানকে।
উপস্থিত ছিলেন জেলা দাবা উপ-কমিটি সাধার সম্পাদক মোস্তফা কাওসার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা, ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদ উপজেলা সদস্য এস.এম আরিফ মিহিরসহ ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত দাবা লীগে অংশ নিতে আগ্রহী ক্লাবকে আগামী ১২ অক্টোবর বেলা ১২ টার মধ্যে জেলা ক্রীড়া সংস্থার অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। বিস্তারিত জানার জন্য মোস্তফা কাওছার মোবাইল নং-০১৮১১৫৩৭৮৮৫, জাহাঙ্গীর ইসলাম মোবাইল নং-০১৬৩৮৭৩৮৬২০, আবদুল করিম মোবাইল নং-০১৯১৭০৯৫৩৫৫ এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।