টিটুর বাবার জন্য ক্রীড়া সংস্থার দোয়া
সিটি করেসপন্ডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৭:৫২ পিএম, ২১ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার

২১ অক্টোবর বৃহস্পতিবার বাদ আছর সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটুর পিতা সাইফুদ্দিন আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহ সভাপতি ফারুক বিন ইউসুফ পাপ্পু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির ও মোস্তফা কাওছার, কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন শাহীন, রবিউল হোসেন, মাকসুদ উল আলম, আসলাম, আনজুমান আরা আকসির, রোকসানা খবির, ডা. রকিবুল ইসলাম শ্যামল, এসএম আরিফ মিহির, মাহবুবুল হক উজ্জল, ফিরোজ মাহমুদ সামা, মাহমুদা শরীফ, সিরাজ উদ্দিন আহমেদ, মাহবুব হোসেন বিজন, গৌতম কুমার সাহা, আতাউর রহমান মিলন সহ ক্রিকেট ও ফুটবল কোচ, খেলোয়াড় সহ ক্রীড়াসংগঠকবৃন্দ।