২১ দফা বাস্তবায়ন হলে বদলে যাবে নারায়ণগঞ্জ : হাজী নূরউদ্দিন
স্পেশাল করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৫:৩২ পিএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার

সারাদেশে পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘট। দাবী আদায়ের ধর্মঘটকে কেন্দ্র করে একের পর এক কর্মকান্ডে জন্মদিয়েছে আলোচনা সমালোচনার। কি হতে পারে এর সমাধান এবং আগামীর পরিকল্পিত নারায়ণগঞ্জ গঠনের জন্য আমরা নারায়ণগঞ্জ বাসীর ২১ দফা দাবী দীর্ঘমেয়াদী ভূমিকা রাখতে সক্ষম। নিউজ নারায়ণগঞ্জের সংবাদ পর্যালোচনা ধর্মীয় অনুষ্ঠান ‘টক অব দ্যা নারায়ণগঞ্জ’ এর আয়োজনে এমনটাই মন্তব্য উঠে এসেছে অতিথিদের মধ্য থেকে।
রবিবার ২৮অক্টোবর রাত ৯ টায় নিউজ নারায়ণগঞ্জ স্টুডিওতে আয়োজিত উক্ত অনুষ্ঠানে নিউজ নারায়ণগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট সাবিত আল হাসানের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি মুক্তিযোদ্ধা হাজী নূরউদ্দিন আহম্মেদ ও নিউজ নারায়ণগঞ্জের স্টাফ করেনপডেন্ট মাহমুদুন নবী।
আলোচকদের কথায় উঠে আসে শ্রমিকদের ডাকা ধর্মঘটের প্রতিক্রিয়ায় নারায়ণগঞ্জের পরিস্থিতি। আলোচনা করা হয় শ্রমিকদের দাবীর যৌক্তিকতা নিয়ে। এছাড়া কাদের আশ্রয় প্রশ্রয়ে ছাত্রীদের উপর হামলা করতে পারছে তারা। স্কুল কলেজের শিক্ষকদের বিতর্কিত ভূমিকা। এছাড়া সমসাময়িক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে জেলার অন্যান্য জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যমগুলোতে পরিবেশিত সংবাদের মূল্যায়ণ।
নূরউদ্দিন আলোচনায় তাদের ২১ দফা দাবী নিয়ে কথা বলেন। তাঁর বক্তব্যে উঠে আসে নারায়ণগঞ্জের বিভিন্ন সড়কের সংস্কার, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফুটওভার ব্রীজ, ডাবল লাইন রেল সার্ভিসের কাজ তরান্বিত করাসহ, মেট্রোরেল স্থাপন ও নিতাইগঞ্জ থেকে সাইনবোর্ড পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এসব দাবী বাস্তবায়ন হলে বদলে যাবে নারায়ণগঞ্জ।