শ্রমিকদের প্রভাবশালীরা উস্কানিতে অপকর্ম করাচ্ছে : সেলিম ও শুভ দেব
সিটি করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:৫২ পিএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

সারাদেশের মত নারায়ণগঞ্জে শ্রমিকদের ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘটের সাথে আংশিক সমর্থন জানিয়েছেন জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ ও জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি শুভ দেব। একই সাথে শ্রমিকদের আগ্রাসী ভূমিকার জন্য সরকার ও মালিক পক্ষের উস্কানিকে দায়ি করছেন তাঁরা। জনসাধারণের উপর মবিল নিক্ষেপ করে ধর্মঘট পালন করার এই প্রয়াসকে কেউই সমর্থন করে না বলে জানান তারা।
সোমবার ২৯ অক্টোবর নারায়ণগঞ্জের আলোচিত সংবাদ নিয়ে নিউজ নারায়ণগঞ্জের সংবাদ বিশে¬ষনধর্মী অনুষ্ঠান ‘টক অব দ্যা নারায়ণগঞ্জ’ এ আলোচনায় এসব মন্তব্য উঠে আসে অতিথিদের মধ্য থেকে। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নিউজ নারায়ণগঞ্জের স্টাফ করেসপনডেন্ট সাবিত আল হাসান।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বলেন, সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ পেয়েছে সরকার দলীয় সন্ত্রাসী হামলা থেকে। সরকারের কার্যকলাপের সমালোচনা জনগনের পক্ষে কথা বলায় এই হামলার স্বীকার হতে হয়েছে।
শ্রমিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ৫ঘণ্টা পরিবর্তে শ্রমিকেরা যখন ৮ থেকে ৯ ঘণ্টা ড্রাইভিং করে তখন তার দ্বারা ঘটা দুর্ঘটনার দায় মালিক ও সরকার কেউই এড়াতে পারে না। আইন প্রনয়নের আগে পরিবহণ শ্রমিকের দিকে লক্ষ্য রাখা অত্যান্ত জরুরী। শুধুমাত্র মালিকের স্বার্থ জড়িয়ে আইন প্রনয়ন করার ফলে এই আন্দোলনের সৃষ্টি হয়েছে।
প্রায় একই কথা বলেন ছাত্র ফেডারেশন সভাপতি শুভ দেব। তিনি শ্রমিকের স্বার্থের দিক বিবেচনায় রাখতে বলেন। পাশাপাশি শ্রমিকদের আগ্রাসী ভূমিকার জন্য সরকারকে দায়ী করে ছাত্রদের প্রতিবাদকেও সমর্থন জানান।
তিনি শিক্ষক দ্বারা ছাত্রী নির্যাতনের ঘটনায় এর জন্য শিক্ষা ব্যবস্থাকে দায়ি করেন। শিক্ষায় মানবিক মূল্যবোধ অভাবের জন্য এই ঘটনা দায়ী করেন। এ ঘটনায় তারা নিজেরা নিশ্চুপ রয়েছেন একথা অস্বীকার করে বলেন, আমাদের ধর্ষণ বিরোধী ছাত্র ঐক্য জোট থেকে এর প্রতিবাদ করার জন্য আমরা সর্বদা সচেষ্ট।