নাসিক নির্বাচন তুলনামূলক স্বচ্ছ
স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:১০ পিএম, ২৮ আগস্ট ২০২১ শনিবার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে বিএনপির অবস্থান ও ভাবনার বিষয়ে দলের মহানগর কমিটির সহ সভাপতি সরকার হুমায়ুন কবীর বলেছেন, নারায়ণগঞ্জে স্থানীয় নির্বাচন গুরুত্বপূর্ণ। এই নির্বাচন জনগনের স্বার্থেই দরকার। স্থানীয়ভাবে আমার দৃষ্টিতে নারায়ণগঞ্জে স্থানীয় নির্বাচন অনেকটা ফেয়ার। কিন্তু দেশব্যাপী আয়োজিত নির্বাচনে এই ফেয়ার বিষয়টি দেখা যায়না। বিএনপি তথা আমাদের অবস্থা এমন যে চুন খেয়ে মুখ পুড়েছে, এখন দই দেখলেও ভয় পাই। সরকার যেই ভয়ের পরিবেশ তৈরী করেছে তাতে বিএনপি অংশ নেয়ার সাহস পাচ্ছে না। ইউপি পর্যায়েও দেখেছি ভোট যাই হোকনা কেন ঘোষণার ক্ষেত্রে উল্টো চিত্র দেখা যায়।
২৬ আগস্ট বৃহস্পতিবার নিউজ নারায়ণগঞ্জের টকশো ভিত্তিক অনুষ্ঠান টক অব দ্যা নারায়ণগঞ্জে অতিথি হিসেবে মন্তব্যকালে তিনি এই কথা বলেন।
নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি দলের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এমন দাবী করে বলেন, আমাদের নেতাকর্মীরা দলের হাই কমান্ডের বাইরে যায় না। নির্বাচনে অংশ নিবে কি নিবে না এজন্য হাই কমান্ডের জন্য অপেক্ষা করতে হবে। যদি আমাদের বলা হয় দলীয় প্রতীক ছাড়াই অংশ নিতে তাহলে সেটিই করবো। পুরো বিষয়টি হাই কমান্ডের উপর নির্ভরশীল।
নির্বাচনে অংশ নিলে চাপের সম্মুখীন হতে হয় এমন অভিযোগ তুলে বলেন, আমাদের সর্বদলীয় জোট থেকে এসএম আকরাম ৫ আসনের হয়ে দাঁড়িয়েছিলেন। তার পাশে দাঁড়িয়ে মনোনয়ন জমা দিতে যাওয়ায় আমার ভাগ্যে ৪ টা মামলা জুটেছে। আমি নির্বাচনী মাঠে দাঁড়াতেই পারলাম না। ভোটে দাঁড়ানো কিংবা প্রচার প্রচারণা করলেই যদি মামলা জুটে তাহলে লেভেল প্লেইং ফিল্ড হলো কিভাবে? এখন আমরা দেখতে চাই সরকার নাসিক নির্বাচন নিয়ে কি ভাবছে। তারা আদৌও ফেয়ার নির্বাচন করতে চায় কিনা সেটি একটি বড় প্রশ্ন। আর যদি একক ভাবে করতে চায় তাহলে ভিন্ন বিষয়। এখন তো সরকারি দলের ভেতর একটি অবস্থা দাড়িয়েছে যে নৌকা মার্কা পেলেই সে পাশ।
মহানগর কমিটির দায়িত্বে থাকা এই নেতা বলেন, কাউন্সিলর পর্যায়ের নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী দেখা দিলে মহানগর বিএনপি সেখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। যেহেতু আমাদের ওয়ার্ড পর্যায়ে বড় একটি ভোট ব্যাংক রয়েছে সেহেতু আমরা চেষ্টা করবো আমাদের সবটুকু কাজে লাগিয়ে দলের পক্ষে একজন প্রার্থী নির্ধারিত রাখতে।
নিজের নির্বাচনে দাঁড়াবার আগ্রহের কথা তুলে ধরে সরকার হুমায়ুন কবীর বলেন, বর্তমানে নাসিক নির্বাচনের জন্য যারা বিএনপি থেকে দাঁড়াবার কথা বলেছেন তাদের চাইতে রাজনীতি, বয়স এবং অভিজ্ঞতায় কোন দিকেই পিছিয়ে নেই আমি। যদি দল চায় এবং নির্বাচন সুষ্ঠ হয় তাহলে আমি নাসিকে নির্বাচন করতে রাজি। আমি আজ পর্যন্ত যতবার নির্বাচিত হয়েছি প্রতিবারই নির্বাচনের মধ্য দিয়ে হয়েছি। ছাত্রদল, যুবদল এবং সবশেষ আইনজীবী ফোরামের নির্বাচনেও আমি ভোটের মাধ্যমে জয়ী হয়েছি। সুতরাং ভোটের রাজনীতিতে আমি কখনই ভয় পাইনা।