করোনায় তিন লড়াকু নারীর গল্প (ভিডিও)
স্পেশাল করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৬:০৩ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

করোনাভাইরাসের এই মহামারির মধ্যে অনেক সাহসী ব্যক্তিই করোনার ভয়ে নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন। তবে অনেকেই ভয়কে জয় করে করোনা মোকাবেলায় এগিয়ে এসেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। তেমনি তিন করোনা যোদ্ধা নারীকে নিয়ে নিউজ নারায়ণগঞ্জের বিশেষ ফেসবুক লাইভ টকশো ‘করোনায় হার না মানা তিন নারী’ অনুষ্ঠানে উঠে এসেছে প্রতিকূলতা, প্রতিবন্ধকতা কাটিয়ে সফল করোনা যোদ্ধা হয়ে ওঠার গল্প।
৩ জুন বুধবার রাত ১০ টায় নিউজ নারায়ণগঞ্জের লাইভ টকশোতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, সংরক্ষিত নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা ও এনায়েত নগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রোজিনা আক্তার। সঞ্চালনায় ছিলেন সনদ সাহা সানি।