প্রভাবশালী এমপি মেয়র থাকলেও নারায়ণগঞ্জবাসী বঞ্চিত: আরাফাত (ভিডিও)

স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৮:২৫ পিএম, ২৩ জুন ২০২০ মঙ্গলবার

প্রভাবশালী এমপি মেয়র থাকলেও নারায়ণগঞ্জবাসী বঞ্চিত: আরাফাত (ভিডিও)

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত বলেন, ‘নারায়ণগঞ্জে বিভাজন নতুন কিছু না। পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। বিভাজন রাজনীতির শুরু থেকে দেখে আসছি। এই করোনার মধ্যেও বিভাজন দেখেছি। হাসপাতাল নিয়েও রাজনীতি দেখেছি। নারায়ণগঞ্জের মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে এই বিভাজনের জন্য। নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ নাই, ভালো হাসপাতাল নাই। আমাদের প্রভাবশালী এমপি মেয়র থাকার পরেও তাঁরা এগুলো কেন করতে পারছেন না। এটা আমার বোধগম্য না।’

২২ জুন সোমবার রাত সাড়ে ১০ টায় নিউজ নারায়ণগঞ্জের লাইভ টকশো ‘৭১ বছরে আওয়ামী লীগ ও নারায়ণগঞ্জ’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আরো যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরজু রহমান ভূইয়া। উপস্থাপনায় ছিলেন তানভীর হোসেন।

আরাফাত বলেন, ‘আমরা তরুণরা চাচ্ছি না এই বিভাজন থাকুক। আমরা সব সময় চাচ্ছি নারায়ণগঞ্জে ঐক্যের আওয়ামী লীগ গড়ে উঠুক। বিভাজনের রাজনীতি পরিহার করে সকলের সমন্বয়ে করোনা থেকে নারায়ণগঞ্জের মুক্তির জন্য কাজ করতে হবে।’

জিএম আরাফাত বলেন, ‘সিনিয়রদের ব্যর্থতা আমাদের ভবিষ্যত রাজনীতিরে ক্ষেত্রে বাধাগ্রস্ত অবশ্যই করবে। বাধা টপকিয়েই আমরা এই পর্যন্ত এসেছি। এই বাধাগ্রস্থ রাজনীতি নিশ্বেস হওয়া উচিৎ। একটি সৌহার্দ্য পূর্ণ রাজনীতি নারায়ণগঞ্জে হোক আমরা সেটাই চাই।’


বিভাগ : টক শো


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও