‘করোনাকালে বাবার পকেটের টাকায় মানুষের পাশে দাঁড়াচ্ছে ছাত্রদল’

স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:৪৬ পিএম, ২৫ জুন ২০২০ বৃহস্পতিবার

‘করোনাকালে বাবার পকেটের টাকায় মানুষের পাশে দাঁড়াচ্ছে ছাত্রদল’

টানা তিন মেয়াদে ক্ষমতার বাইরে রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিশ দলীয় ঐক্যজোট বিএনপি। দলটির প্রতিষ্ঠার পর বর্তমানে সবচেয়ে খারাপ সময় পার করছে। দলটির নেতাকর্মীরা যখন দলীয় কার্যক্রম সামলাতেই যখন হিমশিম খাচ্ছিল ঠিক সেই সময়ে বাংলাদেশে হানা দিয়েছে প্রাণঘাতি করোনাভারাস। বিএনপির করুণ দশার মধ্যে নারায়ণগঞ্জের ছাগ্রদলের নেতাকর্মীরা কেমন আছেন, করোনাকালে জনগনের পাশে কতটুকু দাঁড়াতে পেরেছেন এসব বিষয় উঠে এসেছে নিউজ নারায়ণগঞ্জের লাইভ অনুষ্ঠানে।

২৪ মে বুধবার রাত সাড়ে ১০টায় নিউজ নারায়ণগঞ্জের লাইভ টকশো ‘করোনায় রাজনীতি ও ছাত্রদলের ভূমিকা’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রনি, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীব, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইসমাইল মামুন। সঞ্চালনায় ছিলেন মুহফুজুর রহমান পারভেজ।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি বলেন, ‘বিএনপি কিন্তু ১২-১৩ বছর ক্ষমতায় নাই। ক্ষমতায় না থাকা সত্বেও আমি ছাত্রদল করি আমার কোন ব্যবসা নাই। আমি আমার বাবার কাছ থেবে বাবার পকেট থেকে যতটুকু পারি নিয়ে আসি। পুরো টাকাটাই কিন্তু সংগঠনের পিছনে ব্যয় করি। আমার ছাত্রদলের কর্মী আছে তাঁরা কেউ চাঁদাবাজ না। সবাই বাবার পকেট থেকে এবং বন্ধদের কাছ থেকে টাকা নিয়ে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করি। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।’

তিনি আরো বলেন, ‘ছাত্রদল গঠনের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের পাশে থাকার জন্য। সেই ধারাবাহিকতায় কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা মোতাবেক গত ৮ মার্চ থেকে করোনার মহামারি মোকাবিলায় কাজ করে যাচ্ছি। শুরু থেকেই প্রায় সাড়ে ১২ হাজার মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। এছাড়া ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য বিতরণ ও বস্ত্র বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এমনকি ছাত্রদলের নেতাকর্মীরা করোনায় মৃতদেহ দাফন-কাফনেও সহযোগীতা করে যাচ্ছে। এসব কর্মকা- পরিচালনা করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী আক্রান্ত হয়েছিলেন। আবারো সুস্থ হয়ে তাঁরা কাজ করে যাচ্ছে।’

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীব বলেন, ‘আমাদের নামে যে মামলাগুলো করা হয়েছিল সেগুলোর নিয়মিত হাজিরা দিচ্ছি। মামলা মোকদ্দমা মোকাবিলা করেও করোনাভাইরাসের মধ্যে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আগামী ২৫ তারিখ থেকে সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে। এখন আমাদেরকে গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হয়েছে যে সবাই মানুষের পাশে দাঁড়াবে, মানুষের জন্য কাজ করবে। আমরা এখন সেটাই করে যাচ্ছি।’

মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ বলেন, ‘নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার ওসমান পরিবার তথা নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানরে ছেলে নিজে নারায়ণগঞ্জে ছাত্রদলের কাজে খুশি হয়ে তাঁর ফেসবুকে আমাদের কার্যক্রম শেয়ার করে ধন্যবাদ জানিয়েছে এবং উৎসাহ দিয়েছে। এর থেকে প্রমাণিত হয় ছাত্রদল কাজ করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে।’

জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইসমাইল মামুন বলেন, ‘রূপগঞ্জের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ অবস্থায় আছে। রূপগঞ্জের সদর ইউনিয়ন লকডাউন করা আছে। লকডাউনের মধ্যেও রূপগঞ্জের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। সবাই সবার জায়গা থেকে করোনা মোকাবিলায় নিজেদের সামর্থ অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।’


বিভাগ : টক শো


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও