বঙ্গবন্ধু আমার নেতা ছিলেন : জাফর, আমিও হয়তো এমপি হবো: কালাম

স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:৫১ পিএম, ১২ আগস্ট ২০২০ বুধবার

বঙ্গবন্ধু আমার নেতা ছিলেন : জাফর, আমিও হয়তো এমপি হবো: কালাম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় কমিটি বিভক্ত ও জেলা বিএনপির নতুন কমিটি নিয়ে রয়েছে দোটানা। এ অবস্থায় সোনারগাঁয়ের রাজনীতি কোন পথে যাচ্ছে? এসব বিষয় উঠে এসেছে নিউজ নারায়ণগঞ্জের আয়োজিত লাইভ টকশো অনুষ্ঠানে।

১১ আগস্ট মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় নিউজ নারায়ণগঞ্জের লাইভ অনুষ্ঠান ‘সোনারগাঁয়ের রাজনীতি কোন পথে যাচ্ছে’ অনুষ্ঠানে সোনারগাঁয়ের রাজনীতি নিয়ে আলোচনা করতে যুক্ত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর ও আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান কালাম। সঞ্চালনায় ছিলেন তানভীর হোসেন।

আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান কালাম বলেন, ‘নিবার্চন চলাকালীন যখন বিভক্ত হয়ে নির্বাচন করি তখন কে কোন ভাষায় ঘায়েল করবে সেটি হচ্ছে বড় বিষয়। নূর হোসেন (৭ খুনের ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি) ওই সময় কি করেছে আজকে এত বছর পরে সামনে আসার কারণ হচ্ছে একটি বিশেষ উদ্দেশ্যে। তখন কিন্তু কেউ এই কথা সামনে নিয়ে আসে নাই। একটি কথা মনে রাখতে হবে আমি পলিটিক্স করি আমার সঙ্গে বিভিন্ন রকম লোকের সঙ্গে সম্পর্ক থাকবে। আমাদের কাছে অনেক ধরনের লোক আসবে। আমার কাছে লোক আসলেই আমি খারাপ হয়ে গেলাম বিষয়টি কিন্তু এরকম না। আমরা রাজনীতি করি। রাজনৈতিক ভাবেই অনেকের সাথে আমাদের সম্পর্ক।’

‘পদ পদবির ক্ষেত্রেয তিনি কেন অবহেলিত?’ এমন প্রশ্নে তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট বা ট্রেডিশন এটা হয়ে গেছে এখন অনেকটা বাই রোটেশন। আমার বাবা এমপি ছিল আমি এমপি হবো। আমার দাদা এমপি ছিল আমি এমপি হবো। এই যে একটি পারিবারিক ঐতিহ্য বা ট্রেডিশন। সেখানে যোগ্যতার কোনো মাপকাঠি হয় না। আমি কালাম ১৯৮৫ সাল থেকে ছাত্র রাজনীতি দিয়ে রাজনীতিতে আসি। আমরা কিন্তু নিজের যোগ্যতা দিয়ে নিজে নিজে আন্দোলন সংগ্রাম করে রাজনীতি করেছি। কিন্তু আজকে আমরা পারাবারিক ট্রেডিশনের জালে বন্দি হয়ে আছি। এছাড়া ভাগ্যেরও একটি বিষয় আছে। হয়তো আল্লাহ আমার ভাগ্যে রাখেন নাই। এই জন্য আমি পাই না। হয় না আমার।’

মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল প্রসঙ্গে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর বলেন, ‘প্রথম কথা হলো আমি বিএনপি করি। দ্বিতীয় কথা হচ্ছে আমি এটার জন্য হাইকোর্টে রিট করেছি। আমাদের রিট গ্রহণ করা হয়েছে এবং নোটিশ পাঠানো হয়েছে। সেটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সহ সব জায়গায় পাঠিয়েছি। আমরা এর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছি।’


তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু আমারও নেতা ছিলেন। বঙ্গবন্ধুর জন্য, এই দেশের জন্য যুদ্ধ করেছি আমরা। বঙ্গবন্ধু এত বড় নেতা ছিলেন। তাঁকে যখন হত্যা করা হয়। কে হত্যা করেছিল? এই বঙ্গবন্ধুর জন্য একটি লোক কি রাস্তায় নেমেছিল? স্বাধীনতার পতাকা যেদিন উত্তোলন করে আমি জাফর খন্দকার উপন্থিত ছিলাম। যখন শাহজাহান সিরাজ পল্টন ময়দানে ছিল তখন আমি মঞ্চের নিচে উপস্থিত ছিলাম। আর যখন বঙ্গবন্ধু ইয়াহিয়ার সঙ্গে আলোচনা করে প্রেস ব্রিফিং করে প্রতিদিন বিকেল বেলা। ওনি যখন এসে বলেন যে আলোচনা করেছি। অগ্রগতি হচ্ছে। বঙ্গবন্ধু একজন বড় নেতা। তিনি বড় নেতা হিসেবেই থাক। বঙ্গবন্ধু এক সময় বলে গিয়েছিল যে আমি পাইছি চোরের খনি। আজকে শেখ হাসিনাকেও একই কথা বলতে হবে। ওনিও চোরের খনি পাচ্ছেন।’


বিভাগ : টক শো


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও