পর্দার আড়ালেও কাজ হয়েছে : রায়হান কবির
স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:১৪ পিএম, ২৪ আগস্ট ২০২০ সোমবার

মালয়েশিয়া ফেরত রায়হান কবির বলেছেন, ‘নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি ভাই ওনার ফেসবুক পোস্ট ফলো করলেই দেখবেন ওনি ফেসবুকে আমার জন্য কথা বলেছেন। ওনি আমার সাথে সব সময় যোগাযোগ করেছেন। ওনি আমাকে ডিরেকশন দিয়েছেন যে কখন কি করতে হবে। সব সময় যোগাযোগ রেখেছেন। তাঁকে আমার একটি আদর্শের জায়গা বলতে পারেন।’
২৩ আগস্ট সোমবার রাত ১০ টায় নিউজ নারায়ণগঞ্জের আয়োজিত ফেসবুকের লাইভ টকশো ‘প্রবাসীদের স্বার্থরক্ষা ও কারাভোগ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আরিফ হোসেন কনক।
তিনি আরো বলেন, ‘বলতে পারেন ছাত্রলীগের সবাই আমার জন্য কাজ করেছে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক প্রচার বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সজিব ভাই ওনিও কাজ করেছেন। যদি প্রচারের দিক থেকে বলতে চাই তাহলে আমি এই দুইজনের উদহারণ দিলাম। ছাত্রলীগ আমার জন্য কি করেছে এটা যদি আমি অফিসিয়ালি বলি ছাত্রলীগের দায়িত্ব কিন্তু ছাত্রদের বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করবে। যে ২১টি সংগঠন আমার পক্ষে বিবৃতি দিয়েছে তাঁরা কিন্তু অভিবাসন নিয়ে কাজ করে। যে কারণে তাঁরা বক্তব্য দিয়েছে। এটা যেহেতু প্রবাসীদের ইস্যু। ছাত্রলীগের যে দায়িত্ব ছিল তাঁরা কাজ করেছে।’
তিনি আরো বলেন, ‘আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। কুয়ালালামপুর মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সহ সভাপতি ছিলাম। মালয়েশিয়া ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিলাম। সব চেয়ে মজার ব্যাপার হলো আমি থ্যাংক্স বলতে চাই আমার সাবেক ছাত্রলীগের যে ইউনিট ছিল তাঁরা অনেক কাজ করেছেন। প্রতিবাদ শুধু ফেসবুকে পোস্ট করলেই হয় এমন না। কিছু মানুষ আছে যারা সাহায্য করেছেন কিন্তু চেয়েছেন যেন আমি না জানি। তাঁরা পর্দার আড়ালে থেকে কাজ করেছেন আমার জন্য। মালয়েশিয়া ছাত্রলীগ পরিবার আমার জন্য অনেক করেছেন।’
প্রসঙ্গত করোনা মহামারি চলাকালে অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণ নিয়ে গণমাধ্যমে কথা বলায় গত ২৪ জুলাই রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়েছিল। ১৪ দিন জিজ্ঞাসাবাদের পর ৬ আগস্ট পুলিশ তাকে আদালতে হাজির করে। পুলিশ ১৪ দিনের রিমান্ড চাইলে আদালত ১৩ দিন মঞ্জুর করেন। বুধবার রিমান্ড শেষ হওয়ার পর পুলিশ জানায়, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এরপরেই ইমিগ্রেশন পুলিশ তাকে বাংলাদেশে ফেরত পাঠোনোর সিদ্ধান্ত নেয়। এরপর মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় তার বিমানের টিকিট করা হয়। শুক্রবার সকালে রায়হানকে জানানো হয়, রাতেই তাকে দেশে ফেরত পাঠানো হবে। এর আগেই রায়হানের লাগেজসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিষপত্র সেখানে আনা হয়। রাতেই ফ্লাইটে দেশে ফিরে আসেন রায়হান।