‘সামজিক যোগাযোগ মাধ্যম রক্তদানে বিপ্লব ঘটিয়েছে’

স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:৩৮ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

‘সামজিক যোগাযোগ মাধ্যম রক্তদানে বিপ্লব ঘটিয়েছে’

‘‘সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে প্রায় প্রতিটি মহল্লায় গড়ে উঠেছে ছোট বড় বিভিন্ন সামাজিক যোগাযোম মাধ্যম। যে সব গ্রুপগুলোর মধ্যে অধিকাংশই রক্তদাতা সংগঠন। যে কারণে একসময় টাকা দিয়েও রক্ত যোগাড় করা কঠিন হলেও এসব স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাধ্যমে এখন মুহূর্তেই দুর্লভ রক্তের সন্ধানও পাওয়া যাচ্ছে। এছাড়া সামাজিক মাধ্যমের কারণে দেশের যে কোনো প্রান্তেই রক্তের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। এটা সম্ভব হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে রক্তদাতা এবং গ্রহীতার মধ্যে যোগাযোগ সহজ হয়ে যাওয়ার কারণে।’’ এমনটাই জানিয়েছেন নারায়ণগঞ্জের দুইজন রক্ত যোদ্ধা।

২৪ আগস্ট রাতে নিউজ নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জস্থান ফেসবুক গ্রুপের যৌথ আয়োজনে অনুষ্ঠিত লাইভ টকশো ‘রেইজ অব নারায়ণগঞ্জ’ এর প্রথম পর্বে এই বিষয় ছাড়াও রক্তদানের অভিজ্ঞতা, প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপের পক্ষ থেকে ইমরান মাদানি ও জালকুড়িয়ান ব্লাড ডোনেশন গ্রুপের পক্ষ থেকে অপু রায়হান। সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জস্থান গ্রুপের এডমিন অভিজিত সাহা।

এসময় অপু রায়হান বলেন, ‘এমনো দেখা গেছে যে একজন কুমিল্লা থেকে আমাকে ফোন করে বলেছেন যে তাঁর কুমিল্লায় রক্তের প্রয়োজন। আমরা কুমিল্লার স্বেচ্ছাসেবীদের সঙ্গে যোগাযোগ করে অল্প সময়েই রক্ত যোগাড় করতে পেরেছি। এটা আমাদের অনলাইন কার্যক্রমের সফলতা। অনলাইনে যখন রক্তের সন্ধান করা হয় তখন মুহূর্তেই অনেকের কাছে ছড়িয়ে যায়। যে কারণে কারো চোখে সেই সন্ধান ধরা পড়ে। এবং রক্তদাতা এবং রক্ত গ্রহীতার সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় সহজেই রক্ত পাওয়া যাচ্ছে।’

ইমরান মাদানি বলেন, ‘এখন সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক ব্যবহার করে। যে কারণে বেশি সংখ্যক মানুষের সঙ্গে যোগাযোগ করার অন্যতম মাধ্যম হচ্ছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। এতে সবার সাথে যোগাযোগ সহজ হয়েছে। যোগাযোগ সহজ হওয়ায় সহজে রক্তের সন্ধান পাওয়া যাচ্ছে এবং মানুষের জীবন বাঁচানো যাচ্ছে।’


বিভাগ : টক শো


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও