এমপি খোকার চাঞ্চল্যকর তথ্য জানালেন মৌসুমী (ভিডিও)

স্পেশাল করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:৩৭ পিএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

এমপি খোকার চাঞ্চল্যকর তথ্য জানালেন মৌসুমী (ভিডিও)

নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দলটির নেত্রী অনন্যা হুসেন মৌসুমী।

৭ অক্টোবর রাতে অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জের ফেসবুক লাইভ টক শো অনুষ্ঠানে মৌসুমী অনেক তথ্য দেন। তাঁর সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের আহবায়ক এটি ফজলে রাব্বী।

‘সোনারগাঁয়ের আসন্ন পৌরসভা নির্বাচন ও রাজনীতির পথ’ শীর্ষক ওই আলোচনায় মৌসুমী বলেন, ‘এমপি খোকা তো সোনারগাঁয়ে আসে নাই। উনাকে তো আমি যুব সংহতির যখন কমিটির করি তখন উনাকে দাওয়াত করেছি। যেহেতু তিনি যুব সংহতির প্রেসিডেন্ট ছিলেন। উনাকে তখন সবাই চিনে। তারপর আমি যখন অফিস উদ্বোধন করেছি তখন আবার উনাকে দাওয়াত করে এনেছি। এটা আমি প্রতিহিংসার রাজনীতির কথা বলছিনা, এটা হচ্ছে ম্যানার। যে ভদ্রতা বড় ভাইয়েরা ছোট বোনদের শিখানো। কিন্তু সেই ভদ্রতা আমি উনার কাছ থেকে আজও পাইনি, উনার কাছ থেকে শিখতে পারি নাই। আমি কিন্তু ভদ্রতা দেখিয়েছি।’

মৌসুমী বলেন, ‘আমি কিন্তু প্রটোকল মেইনটেন করি। আমি সোনারগাঁয়ের ক্যান্ডিডেট এবং উনি যুব সংহতির সভাপতি তাই আমি উনাকে সুন্দরভাবে দাওয়াত করেছি। উনি সেই দাওয়াতে এসে আমাকে দোয়াও করেছে। একবার উনি অসুস্থ্য হয়ে হসপিটালে ছিলেন তখন আমি উনাকে হসপিটালেও গিয়েছি। কিন্তু উনি যখন এমপি হল আমার রাগ কষ্ট থাকতেই পারে। আমিতো সোনারগাঁও কে তিলে তিলে তৈরি করেছি। এই সংগঠনটা আমার হাতে তৈরি। জাতীয় পার্টির এক একটা বৈঠকে চা আর পান খাওয়াতে গেলেও কত লক্ষ লক্ষ টাকা খরচ হয়। সেখানে আমি কত শ্রম দিয়েছি। আমার বাচ্চাটাকে সময় দিতে পারিনি। আমি মনে করি সোনারগাঁয়ের সবাই আমার সন্তান আমার স্বজন। উনি সেখানে এসে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় এমপি হয়ে গেল। আমি যদি তখন আপত্তি দেই উনি তখন এমপি হতে পারেনা। আমি আমার বাবা এরশাদের জন্য প্রতিবাদ করিনি। তাছাড়া আমি চিন্তা করেছি বড় ভাই আর আমি তো একই।’

তিনি আরো বলেন, ‘সে এমপি হওয়ার পর আমাকে এক বারের জন্যও কল করেনি। উনার বুঝা উচিত ছিল সোনারগাঁ তো মৌসুমি তৈরি করেছে। তাহলে মৌসুমিকে আমার একবার কল করা উচিত। আর উনি ভেবেছে, আমি তো এমপি হয়ে গেছি। আমার তো আর কাউকে প্রয়োজন নাই। কারো প্রয়োজন হলে আসবে। কেন আমিতো পার্টির জন্য শ্রম দিয়েছি। আজকে আমি যদি পার্টির বোন না হয়ে উনার ঘরের বোন হতাম। তাহলে তো আমার বাসায় রাগ ভাঙাতে যেতেন। আমি তো উনার কাছে কখনো ধান্দার জন্য যাইতাম না। আগের এমপি কায়সার সাহেবের কাছে জীবনেও কোন উপকার করার দাবি নিয়ে যাইনি। ডিউ লেটার, কাজের জন্য কখনো যাইনি। এই ধান্দাবাজ যেন মৌসুমিকে কেউ বলতে পারবেনা। আমি তৃণমূল কর্মীদের আমার সাধ্যমত চেষ্টা করেছি সাহায্য করার। কিন্তু কারো কাছে আমি যাই নাই।’

অনন্যা হুসেইন মৌসুমি বলেন, ডালিয়া লিয়াকত সোনারগাঁয়ের রাজনীতি করেননি। তিনি কখনো রাজনীতি করেননি। জাতীয় পার্টির রাজনীতি করেননি। উনি যদি এখন নির্বাচন করেন। অথচ যারা জাতীয় পার্টির পুরনো নেতৃবৃন্দ দীর্ঘদিন যাবত রাজনীতির সাথে জড়িত রয়েছে। তারা নির্বাচনের ইস্যুতে চেষ্টা করে যাচ্ছে। উনাদেরই কিছু হচ্ছেনা। আর ডালিয়া লিয়াকত যদি নতুন ভোটার হয়ে এখানে আসে তাহলে সোনারগাঁয়ের জন্য আমাদের যে মায়া ভালোবাসা বা নাড়ির টান আছে সেটা উনার থাকবে কিনা আমার সন্দেহ আছে। এটা শুধু উনার ক্ষেত্রে নয় অন্য কেউ হলেও আমি একই কথা বলবো। তবে আমার ফেসবুক স্ট্যাটাসে আমি উনাকে মিন করে বলিনি।’

তিনি আরো বলেন, নির্বাচন তো এখন হচ্ছেনা। যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে সোনারগাঁয়ের মানুষতো এতো বোকা না, যে কেউ নতুন আসলো মানুষ তাকে ভোট দিবে। ফেয়ার নির্বাচন হলে অবশ্যই সোনারগাঁয়ের নাড়ির সাথে যার টান থাকবে সে জয়ী হবে।

তিনি বলেন, সোনারগাঁয়ের জাতীয় পার্টি ওরস্যালাইনের মত হয়ে গেছে। সেখানে নতুন নতুনরা পদ পাচ্ছে। আর যারা পুরাতন তারা কিছুই পাচ্ছেনা। আমি যাদেরকে ২০ থেকে ৩০ বছর যাবত চিনি তারা কিছু করতে পারছেনা। পদ পদবী পাচ্ছেনা। অথচ নতুন নতুন বিএনপি থেকে আওয়ামীলীগ থেকে এসে পদ পদবী পেয়ে যাচ্ছে। অতিথি পাখির মত উড়ে এসে জুড়ে বসে বড় বড় পদ পাচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে। এটাতো ঠিক না। আমি তৃণমূল নেত্রী আমার তো একটা পরিচয় আছে। আমি কিন্তু চাইলে প্রথমে সেন্ট্রাল নেত্রী হতে পারতাম। আমার সেই সুযোগ ছিল অনেক আগে। ছিয়ানব্বই এর পরে আমি জাতীয় পার্টির সাথে সংস্পর্শে এসেছি। আর তখন থেকেই সেন্ট্রাল রাজনীতি করতে পারতাম। তাহলে আমি অনেকবার এমপি হয়ে যেতাম। আমি ভেবেছি, আমি সোনারগাঁয়ের মেয়ে সোনারগাঁয়ের সাথে আমার সম্পর্ক আরো ডেভেলাপমেন্ট করতে হবে। আমি ঘর টু ঘর গিয়েছি। তিল তিল করে সোনারগাঁ কে জাতীয় পার্টির দূর্গ করেছি। এবং আমি হান্ড্রেড পার্সেন্ট নমিনেশন পেতাম। কিন্তু ওই যে বললাম আমাদের দেশে এখন ফেয়ার নির্বাচন নেই ফেয়ার রাজনীতি নেই। আমাদের পার্টিতে নেই আওয়ামীলীগে নেই বিএনপিতে নেই।’

বিগত বিএনপি প্রসঙ্গে বলেন, ‘রেজাউল সাহেব (বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী রেজাউল করিম) আমার এখানে মন্ত্রী ছিলেন আমাকে কখনো বিরক্ত করেনি। আমার পার্টি অফিসের সামনে দিয়ে গেলে হায় হ্যালো করে যেতেন। আওয়ামীলীগ বলেন বিএনপি বলেন তারা ক্ষমতায় থাকলে তো আমি জাতীয় পার্টির রাজনীতি করেছি কেউ আমাকে ডিসটার্ব করেনি। কিন্তু উনি (এমপি খোকা) এমপি হওয়ার পরে কি হয়ে গেল। আমার মুরব্বি তাকে আমি পৌরসভার সভাপতি করেছি। পাশে বসিয়ে রাজনীতি করেছি। পিতৃতুল্য তাকে উষ্কে দিয়ে আমার নেতাকর্মীদের সাথে দ্বন্দ্ব কোন্দল সৃষ্টি করেছে। অথচ পার্টি অফিস আমি গুছিয়েছি। উনি সেখানে সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে দিয়েছিল। আমাদের এখানে আইন নেই। তারপরও আমি উপরের মহলের কাছে জানিয়েছি। কিন্তু দলের নেতা বলে এ বিষয়ে আমাকে নিবৃত্ত রাখা হয়। কারণ দলের মধ্যে ঘাটাঘাটি করলে গন্ধ বের হবে। কিন্তু আমি উনাকে দেখলে সালাম দেই। কিন্তু ওনার মধ্যে কোত্থেকে এতো অহংকার চলে এসেছে। অহংকার তো পতনের মূল। এবং আমি এটা বিশ্বাস করি সারাজীবন কেউ ক্ষমতায় থাকবেনা। কিন্তু আমার কষ্ট এটাই আমি উনাকে দাওয়াত করলাম বাসায় নিলাম। কিন্তু উনি এমপি হয়ে আমাকে একটা ফোন করলোনা। উনার মোবাইলে ফোন করার মত রুচিবোধ তৈরি হয় নাই। উনি মানুষকে মূল্যায়ন করতে পারেনা। জাতীয় পার্টির কমিটি করেছে বিএনপির লোকদেরকে নিয়ে। নব্য লোকদেরকে নিয়ে। ওরা কি জাতীয় পার্টির মূল্যায়ন করবে। ওদের তো চরিত্র নেই।’

জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের আহবায়ক এটি ফজলে রাব্বী বলেন, সোনারগাঁয়ের বিগত নির্বাচনে পরাজয়ের পর এই ৫ বছরে আমি দলীয় সকল কর্মসূচি পালন করেছি। নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছি। জনগণের নানা সমস্যায় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমার কাজের প্রতি আস্থা রেখে যেভাবে বিগত নির্বাচনে আমার হাতে দেশনেত্রী নৌকা তুলে দিয়েছেন। এবারো আমার হাতে নৌকা তুলে দিবেন বলে আমার বিশ্বাস।

নির্বাচন মানে সকলের দ্বারে দ্বারে যেতে হয়। কেউ যদি মনে করে দুই মাস তিন মাস যাব এসে ভোটের মালিক হয়ে গেছে। সেটা কিন্তু না। বিপুল ভোটে বিজয়ের প্রত্যাশা রাখি। সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই। এমপি শামীম ওসমান ও নজরুল ইসলাম বাবু সহ আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দদের নিয়ে রাজনীতি ও নির্বাচন করতে চাই। সকলের সমর্থন প্রয়োজন রয়েছে।


বিভাগ : টক শো


নিউজ নারায়ণগঞ্জ এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আরো খবর
এই বিভাগের আরও