ক্যাম্পাসে রাজনীতির পরিবেশ নাই : আশা
স্পেশাল করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ০৯:৩০ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা বলেন, ‘বিরোধী দল এখন যেখানে আছে ছাত্রদলের কমিটির মূল্যায়ন ওইভাবে করা যাবে না। কারণ ছাত্রদলসহ প্রতিটি ছাত্র সংগঠন থাকবে ক্যাম্পাসে। কিন্তু আসলে ক্যাম্পাসে গিয়ে রাজনীতি করার মতো কোনো পরিবেশ নাই। আমাদের ফতুল্লা ছাত্রদলের সোহাগ তোলারাম কলেজের সামনে গিয়ে ছাত্রলীগ দ্বারা নিগৃহিত হয়েছে। ক্যাম্পাসে এখন সেই পরিবেশ নাই। তাই ছাত্রদলকে বিচার করা হবে তাঁরা কতটুকু যোগ্য সেই প্রমাণ করা যাবে না।’
টক শো এর ভিডিও দেখতে ক্লিক করুন
১৯ অক্টোবর সোমবার রাত ১০ টায় নিউজ নারায়ণগঞ্জের লাইভ টক শো ‘নারায়ণগঞ্জ কথন’ এর ‘ছাত্র রাজনীতিতে নারায়ণগঞ্জ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। এসময় আরো উপস্তিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি।
তিনি আরো বলেন, ‘আজকে তোলারাম কলেজের তোলারাম কলেজের ওদের সাথে কথা হয়েছে ক্লাস কমিটির ব্যাপারে। ওরা বলল যে, ‘ভাই ছাত্রলীগ কমিটি দিচ্ছে, ক্লাস কমিটি দেওয়ার মত আমাদেরও সব রেডি কিন্তু এখন যদি ক্লাস কমিটি দেই ছেলেগুলা ক্লাস করতে পারবে না। আমরা না হয় ক্লাসে গেলে গেলাম না গেলে নাই। আমাদের সাথে যারা সাধারণ কর্মী আছে। আমরা যখন তাঁদেরকে চিহ্নিত করে দিব তখন তো ওরা ক্লাসটাও করতে পারবে না। এই অবস্থায় আমরা কি করব।”
সাফায়েত আলম সানির উদ্দেশ্যে তিনি বলেন, ‘সানি যে কথাগুলো বলল যে পুলিশের সামনে ধর্ষণ হয়েছে পুলিশ বাধা দেয়নি। আমি সানির মত সব ব্যাপরে বলব না যে আমি জানি না। এটা সম্পর্কে অবগত না। ধরেই নিলাম বিএনপি যা করেছে সব খারাপ করেছে। এর মানে এই না যে বিএনপির যে অন্যায়গুলো আছে সেটা দিয়ে তুমি (সানি) নিজের দল ক্ষমতায় থাকা অবস্থায় এগুলোর জাস্টিফাই করে নিবা। বিএনপির সময় যদি ধর্ষণ হয়ে থাকে, বিচার না হয়ে থাকে এত খারাপ একটা দল এত খারাপ কাজ করেছে। কিন্তু তোমরা সাধারণ নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে দিয়েছ।’