‘নারায়ণগঞ্জস্থান’ নামে হিন্দুস্থান পাকিস্তানের কোন সম্পর্ক নাই
স্টাফ করেসপনডেন্ট || নিউজ নারায়ণগঞ্জ ১০:৪৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারায়ণগঞ্জের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘নারায়ণগঞ্জস্থান’ এর উল্লেখযোগ্য সামাজিক কার্যক্রমকে ছাপিয়ে কিছু মানুষের বিতর্কের কারণ এর নাম। গ্রুপের নামের শেষে ‘স্থান/স্তান’ থাকায় সমালোচকদের একদল ‘হিন্দুস্থান’ আরেকদল ‘পাকিস্তান’ এর সাথে সম্পর্ক খোঁজে। তবে নারায়ণগঞ্জস্থান ফেসবুক গ্রপের সাথে হিন্দুস্থান বা পাকিস্তানের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে গ্রুপের এডমিন প্যানেল।
১৯ ডিসেম্বর রোববার রাত সাড়ে ৯টায় নিউজ নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জস্থান ফেসবুক গ্রুপের যৌথ আয়োজিত লাইভ টকশো ভিত্তিক অনুষ্ঠানে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জস্থানের এডমিন আরিফিন রওশন হৃদয়, অভিজিৎ সাহা এবং নারায়ণগঞ্জস্থানের এডমিন ও নারায়ণগঞ্জ অর্গানাইজেশন ইউনিটি ফোরামের সভাপতি মেহেরাব হোসেন অপু।
গ্রুপের নাম প্রসঙ্গে আরিফিন রওশন হৃদয় বলেন, ‘নারায়ণগঞ্জস্থান নাম হিন্দুস্থান বা পাকিস্তান থেকে অনুপ্রেরণা থেকে রাখা হয়নি। গ্রুপটি যখন খোলা হয়েছিল ২০১০ এর শেষের দিকে পেপসির একটি বিজ্ঞাপন হতো যেখানে ‘ইয়ংগিস্থান’ শব্দ ব্যবহার করা হতো। যা খুব জনপ্রিয় ছিল। সেই বিজ্ঞাপন থেকে অনুপ্রাণিত হয়ে নাম রেখেছিলাম ‘নারায়ণগঞ্জস্থান’।’
তিনি আরো বলেন, ‘পরবর্তিতে গ্রুপটি যখন নারায়ণগঞ্জে জনপ্রিয়তা পেয়ে যায় তখন নাম নিয়ে সমালোচনা শুরু হয়। কিন্তু ততদিনে নারায়ণগঞ্জস্থানের পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যে কারণে নামটি আর পরিবর্তন করা হয়নি। এখন আর পরিবর্তন করা সম্ভব না।’
সদ্য গঠিত অরাজনৈতিক সংগঠন নারায়ণগঞ্জ অর্গানাইজেশন ইউনিটি ফোরামের সভাপতি মেহেরাব হোসেন অপু গ্রুপটি প্রসঙ্গে বলেন, ‘নারায়ণগঞ্জে অনেক গ্রুপ রয়েছে। কিন্তু বড় কোনো ঘটনায় আলাদা হয়ে কাজ করার কারণে অনেক কাজ করতে পারি না। সব সংগঠনকে একত্রিত করে নারায়ণগঞ্জের যে কোনো সমস্যা সমাধানের জন্য ব্যাপক কার্যক্রম পরিচালনার জন্য সকল সংগঠন একত্রিত করে এই সংগঠন তৈরী করা হয়েছে। এতে করে আমরা আরো ব্যাপক ভাবে কাজ করতে পারব।’